শিল্পীদের জন্য সৌর চরকা, গুরুত্ব বৃদ্ধি বাংলার শাড়ির
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদি শিল্পের আরও প্রসারে একগুচ্ছ ভাবনাচিন্তা করেছে রাজ্য সরকার। কর্মী নিয়োগ থেকে খাদির উৎপাদন সামগ্রী বৃদ্ধি, রাজ্যের বিভিন্ন প্রান্তে আউটলেট তৈরি থেকে কম মূল্যে সাধারণ মানুষের হাতে খাদির জিনিসপত্র তুলে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। যেখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সোলার চরকা প্রদান। রাজ্যের বিভিন্ন জেলায় ক্লাস্টারগুলিতে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে সোলার চরকা প্রদান করা হবে। তাতে শিল্পীদের পরিশ্রম কমবে এবং উৎপাদন কম সময়ের মধ্যে করা যাবে। কোন জেলায়, কোন জেলা কার্যালয় ও ক্লাস্টারে সোলার চরকা দেওয়া হবে, তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করে দিয়েছেন পর্ষদের কর্তারা। শিল্পীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের আরও কিছু ভাবনা চিন্তা রয়েছে। খাদি মার্ট নামাঙ্কিত ১৫টি স্টল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও বাঁকুড়ায় সরষের তেলের একটি ইউনিট, দার্জিলিংয়ে মধু এবং বাদামের একটি প্রজেক্ট, নদীয়া ও বীরভূমে রেডিমেড জামাকাপড়ের একটি হাব তৈরিসহ অনেক পদক্ষেপ আগামী দিনে করতে চলেছে রাজ্য সরকার। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ বলেন, সরকার ৪০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। একাধিক জনকল্যাণমূলক কাজ হবে। আর যে পদগুলি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে, দ্রুত নিয়োগ হবে সেখানেও। তবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সোলার চরকার উপর। অন্যদিকে, বাংলার শাড়ি যাতে স্বল্প মূল্যে সর্বত্র পাওয়া যায়, সেই ব্যাপারেও একাধিক উদ্যোগ নিয়েছে পর্ষদ।