• পাওয়ার লিফটিং: আন্তর্জাতিক স্তরে রুপো চাকদহের সুমিতের
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: আন্তর্জাতিক স্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় রুপো জিতলেন চাকদহের বাসিন্দা সুমিত দাস। ১৪ জুলাই থেকে কাজাকস্তানে হয়েছিল সাত দিনব্যাপী একাদশ বিশ্ব স্ট্রেন্থ লিফটিং অ্যান্ড ইনক্লিন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ-২০২৪। সোমবার বছর উনত্রিশের সুমিত শিরোপা নিয়ে সেই দেশ থেকে চাকদহের বাড়িতে ফিরেছেন।

    আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ১১৫ কেজি ওজন বিভাগে সুমিত লড়াই করেছিলেন। সেখানে কাজাকস্তানের কাছে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। গত ১২ জুলাই সুমিত যাত্রা শুরু হয়েছিল। প্রথমে রাজধানী এক্সপ্রেস ধরে তিনি দিল্লিতে যান। সেখান থেকে তিনবার বিমান পরিবর্তন করে কাজাকস্তানে পৌঁছন। সুমিত বলেন, এখানে রুপো জিতে থেমে থাকতে চাই না। আগামী বছর ইংল্যান্ডে আবার প্রতিযোগিতায় অংশ নেব। এবার লক্ষ্য সোনা জয়। 

    চাকদহ শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাঠালপুলি এলাকায় সুমিতদের বাড়ি। তাঁরা দুই ভাই। বাবা সুভাষ দাস ফুটবলার ছিলেন। সাত বছর বয়েসে জ্যাঠা অমলেন্দু দাসকে পাড়ার ক্লাবে পাওয়ার লিফটিং করতে দেখে শখ থেকে লিফটিংয়ে হাতেখড়ি হয় সুমিতের। তারপর ধীরে ধীরে কঠিন অনুশীলনের মাধ্যমে পারদর্শী হয়ে ওঠেন তিনি। পরে জেলা, রাজ্য এবং জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর এবার বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি। চাকদহ পুরসভার পুরপ্রধান জাতীয় পাওয়ার লিফটিংয়ে সোনা জয়ী তথা সুমিতের জ্যাঠা অমলেন্দু দাস বলেন, ছোট থেকেই সুমিতের মধ্যে পাওয়ার লিফটিং নিয়ে আগ্রহ ছিল। সেই আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)