• কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের, আজ থেকে বাজারে জোগান স্বাভাবিক
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, তারকেশ্বর: অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার হরিপাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত বৈঠকে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন। তাঁরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকে সারা রাজ্যে আলুর দাম ও জোগান স্বাভাবিক হবে।  তবে রাজ্য সরকার স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে ভিন রাজ্যে কোনওভাবেই আলু পাঠানো যাবে না। রাজ্যে আলুর জোগান ও দাম স্বাভাবিক হলে, তখন  আলোচনার ভিত্তিতে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

    হরিপালের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সমস্ত জেলার সদস্য, হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।  হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা পতিতপাবন দে জানান, মঙ্গলবার চিফ সেক্রেটারির ঘরে এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা রাজ্য সরকারের সঙ্গে সবসময় রয়েছি। আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে আজ বৈঠক হল। আমাদের রাজ্যে ১০০-১১০ লক্ষ টন আলু উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গে ৬৫-৭০ লক্ষ টন আলুর প্রয়োজন। অতিরিক্ত আলু বরাবরই ভিন রাজ্যে পাঠানো হয়। এর ফলে শুধু ব্যবসায়ীরা নন, উপকৃত হন চাষিরাও। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, আলোচনার মধ্য দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হল। তবে আমাদের দাবিগুলি নিয়ে লিখিতভাবে সরকারের কাছে আবেদন করা হবে। 

    মন্ত্রী বেচারাম মান্না জানান, রাজ্যের মানুষের কথা চিন্তা করে আলু ব্যবসায়ী সমিতি তাদের কর্মবিরোধী প্রত্যাহার করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা মনে করি, তাদের এই কর্মবিরতি ঘোষণায় পদ্ধতিগত ত্রুটি ছিল। আমরাও আশ্বাস দিয়েছি, কোনওরকম অসুবিধা হলে আমাদের সঙ্গে কথা বলুন, আলোচনার রাস্তা সব সময় খোলা। ব্যবসায়ীরাও স্বীকার করেছেন, এই কর্মবিরতির ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ছিল। 

    উল্লেখ্য, আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করার নির্দেশ দেয়। প্রতিবাদে ২০ জুলাই শনিবার রাতে কর্মবিরতির  ঘোষণা করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ‌ রবিবার এই সংগঠনের সাপ্তাহিক ছুটি। সোমবার থেকে বুধবার পর্যন্ত চলে কর্মবিরতি। মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের সামনে ব্যবসায়ীরা এদিন কর্মবিরতি প্রত্যাহার করে নেন। পশ্চিম মেদিনীপুরের আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরুণ পণ্ডিত বলেন, আমাদের জেলার বেশিরভাগ আলু ভিন রাজ্যে পাঠানো হয়। আমাদের ওখানে পোখরাজ আলু উৎপন্ন হয়। এই আলু কলকাতায়  বিক্রি হয় না। কর্মবিরতি প্রত্যাহার হলেও আমাদের বিষয়টি একই রকম রয়েছে। ভিন রাজ্যে আলু পাঠানোর সিদ্ধান্ত না হলে পুনরায় কর্মবিরতির কথা চিন্তা করতে হবে। 
  • Link to this news (বর্তমান)