নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিইএসসির তরফে বিদ্যুতের বিলের অঙ্ক বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিক্ষোভ সমাবেশ করল বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা। তাদের অভিযোগ, ‘ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্চেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ’ বা ‘এফপিপিএএস’ শিরোনামে অতিরিক্ত টাকার বোঝা গ্রাহককে চাপাচ্ছে সিইএসসি। তাদের সেই সুযোগ করে দেওয়া হয় কেন্দ্রের ‘ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট রুল ২০২২’কে সামনে রেখে। ৩০ জুনের নোটিসে সিইএসসি জানিয়েছে, বিলের উপর ৫.৭ শতাংশ হারে এই চার্জ ধার্য হবে। সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, আমরা পাঁচ হাজার বিদ্যুৎ গ্রাহকের স্বাক্ষর নিয়ে এদিন সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি এবং প্রতিবাদ জানাই। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, কেন্দ্রীয় বিধি অনুযায়ী তাঁরা এই চার্জ নিচ্ছেন। তবে আমরা এই সারচার্জ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ, রাজ্য সরকার যদি মনে করে, বিদ্যুতের খরচ সাধারণ গ্রাহককে সমস্যায় ফেলছে, তাহলে বিদ্যুৎ আইনের ১০৮ নম্বর ধারা প্রয়োগ করে তারা তা প্রত্যাহারের নির্দেশ দিতে পারে। বিদ্যুৎ সংক্রান্ত বিষয়টি রাজ্য ও কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত হওয়ায় রাজ্যের এই অধিকার আছে। যেহেতু সিইএসসি কর্তৃপক্ষ ওই চার্জ নিচ্ছে, তাই আমরা এখানে প্রতিবাদ জানালাম। এর আগে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনেও বিষয়টি জানানো হয়েছে। এরপর রাজ্যকেও তা জানানো হবে।