• তিনদিন পর ফের পেট্রাপোলে শুরু ভারত-বাংলাদেশ বাণিজ্য
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: তিনদিন পর চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য। পেট্রাপোল সীমান্তে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বুধবার সকাল থেকে পণ্যবোঝাই ট্রাকগুলি বাংলাদেশে ঢুকতে শুরু করে। বাংলাদেশের দিক থেকেও পণ্যবোঝাই ট্রাক ভারতে এসেছে এদিন। কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় সেখানে  ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার সরকার। ইন্টারনেট বন্ধ থাকায় ও অশান্তির আশঙ্কায় গত রবিবার থেকে দু’দেশের মধ্যে স্থলবন্দরে বাণিজ্য বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরের পর থেকে কিছুটা স্বাভাবিক হয় বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা। এরপরই সীমান্ত থেকে ‘কার পাস’ দেওয়া শুরু হয়। এদিন ভারত থেকে পণ্য রপ্তানি স্বাভাবিক হলেও বাংলাদেশ থেকে পণ্য আমদানি কিছুটা কম ছিল। জানা গিয়েছে, বাংলাদেশে ইন্টারনেট চালু হলেও দেশের সর্বত্র পরিষেবা স্বাভাবিক হয়নি। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্যবোঝাই ট্রাক বন্দরে পাঠাতে পারছেন না। 

    পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। তাই আমদানি কিছুটা ব্যাহত হয়েছে। তবে এদেশ থেকে পণ্য রপ্তানি স্বাভাবিক হয়েছে। আশা করা যায়, দু’-একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে।’ 
  • Link to this news (বর্তমান)