ভর্তির আবেদনে সমস্যায় মাদ্রাসা পাশ শিক্ষকরা, পোর্টাল সংশোধনের নির্দেশ
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক উত্তীর্ণ কিংবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশের কম নম্বর থাকা কর্মরত শিক্ষকদের ডিএলএড প্রশিক্ষণ কোর্সে ভর্তির অনুমতি দিয়েছে হাইকোর্ট। কিন্তু তারপরও মাদ্রাসা পাশ কর্মরত প্রাথমিক শিক্ষকরা ওই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না। এই অভিযোগে ফের তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
বুধূবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, অনলাইনে আবেদনের জন্য পোর্টালে যে পদ্ধতি রয়েছে তাতে মাদ্রাসা পাশ শিক্ষকদের আবেদনের কোনও সুযোগ নেই। ফলে তাঁরা আবেদন জানাতে পারছেন না। এজলাসে উপস্থিত পর্ষদের আইনজীবী এই অভিযোগ মেনেও নেন। তারপরই বিচারপতি সিনহা তাঁর নির্দেশে জানিয়ে দেন, আজ বৃহস্পতিবারের মধ্যে ডিএলএডে ভর্তির আবেদন সংক্রান্ত পদ্ধতি পোর্টালে সংশোধন করতে হবে। পাশাপাশি নির্দেশে বিচারপতি আরও জানান, আবেদনের জানানোর মেয়াদ পেরিয়ে গেলেও শুধুমাত্র মাদ্রাসা পাশ শিক্ষকদের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করতে হবে।