নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গবাদি পশুর কৃত্রিম প্রজনন, টিকাকরণের কাজে যুক্ত ‘প্রাণী মিত্র’দের জন্য দুঘর্টনা বিমার ব্যবস্থা করল রাজ্য সরকার। সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কাম ডেথ ইন্সিওরেন্স পলিসিতে মৃত্যু বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা থাকছে। তবে রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানান, চিকিৎসার পুরো দায়িত্ব এবং আরও ক্ষতিপূরণ দেওয়া উচিত। বিষয়টি সরকারের শীর্ষ স্তরের নজরে আনা হচ্ছে।