• বিধানসভায় বিরোধী দলনেতা ও তৃণমূল বিধায়কের মধ্যে বিতণ্ডা, তদন্তের নির্দেশ
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার দুপুরে বিধানসভার লবিতে বিরোধী দলনেতার সঙ্গে পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন  চট্টোপাধ্যায়ের মধ্যে  তুমুল বিতণ্ডাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এনিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়ে। স্পিকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিরোধী দলনেতা তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক হেয়ার স্ট্রিট থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে লবিতে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছে বলে বিরোধী দলনেতা নালিশ জানিয়েছেন। যদিও  ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে সে রকম কিছু দেখা যায়নি। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বিধানসভায় বলেন, তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রথমার্ধের সভা শেষ হওয়ার পর বিরোধী দলনেতা সহ কয়েকজন  বিজেপি বিধায়ক যখন লবি দিয়ে যাচ্ছিলেন সেই সময় ঘটনাটি ঘটে।  তপনবাবু এগিয়ে এসে বিরোধী দলনেতাকে বলেন, নির্বাচনী প্রচারের সময় আমার  বাড়ির কাছে গিয়ে আপনি প্রচার সভা করেছিলেন। সেখানে আমার সম্পত্তি ও মেয়ের কম  শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরি পাওয়া সংক্রান্ত বেশ কিছু অসত্য কথা বলেন। এতে আমার মেয়েও ভীষণ মর্মাহত হয়ে পড়েছে। এনিয়ে বিরোধী নেতার জবাবদিহি  চাইলে দুজনের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। এদিকে, বিজেপি বিধায়করা রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে। প্রস্তাবটি পাঠের পর সভার মধ্যে প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়করা। 
  • Link to this news (বর্তমান)