• মুখ্যমন্ত্রী পৌঁছনোর ৪০ মিনিট আগে উত্তম-স্মরণের অনুষ্ঠানে তোরণ ভেঙে বিপত্তি
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উদযাপনের সরকারি আয়োজন। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে তখন সাজ সাজ রব। সুদৃশ্য তোরণে সেজে উঠেছে চত্বর। কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আঁটসাঁট নিরাপত্তার বলয় তৈরি করতে লালবাজারের বড়কর্তারা শশব্যস্ত। দর্শকরা লাইন দিয়ে কার্ড দেখিয়ে একে একে ঢুকছেন প্রেক্ষাগৃহে। ঘড়িতে তখন বিকেল প্রায় সাড়ে ৩টে। তখনই অডিটোরিয়ামের মূল প্রবেশদ্বারের কাছে একটি অস্থায়ী তোরণের কাটআউট বিকট শব্দে ভেঙে পড়ে। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন সবাই। দেখা যায়, দু’জন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ৪০ মিনিট বাদে ওই পথ দিয়েই ঢোকেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রবেশের সামান্য আগে এই দুর্ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    ধনধান্য অডিটোরিয়ামের এক নম্বর গেটের মূল ফটক থেকে পরপর বেশ কয়েকটি অস্থায়ী তোরণ তৈরি করা হয়েছিল। লোহার কাঠামোর সেই তোরণগুলিতে একটু জোরে হাওয়া লাগতেই সেগুলির মধ্যে একটি পড়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তখন ওই জায়গায় লোকশিল্পীরা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। সূত্রের খবর, যে দু’জন জখম হয়েছেন, তাঁরাও লোকশিল্পী। পুলিস জানিয়েছে, তাঁদের নাম অসিতবরণ সর্দার  ও বিশ্বনাথ সরকার। তাঁদের তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানকার রেড জোনে তাঁরা আপাতত চিকিৎসাধীন। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের এই বিশেষ জোনে সাধারণত গুরুতর অসুস্থ রোগীদেরই রাখা হয়। আহত শিল্পীরা দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্বভাবতই এই দুর্ঘটনার পর দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরাও। এদিকে, ঘটনার পরই এলাকা পরিদর্শনে আসেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। আর কোনও দুর্ঘটনা এড়াতে তাঁর নির্দেশে কিছুক্ষণের মধ্যেই কয়েকটি তোরণ খুলে ফেলা হয়।

    প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসেই কলকাতা পুলিসের অনুষ্ঠান ‘হাফ ম্যারাথন’-এও তোরণ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। সেই সময় কলকাতা পুলিসের এক উচ্চপদস্থ কর্তা গুরুতর আঘাত পেয়েছিলেন। তার জেরে দীর্ঘদিন ওই আধিকারিক চিকিত্সাধীন থাকতে হয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বারবার একই ঘটনা কীভাবে ঘটছে? আলিপুর থানা ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)