• সেরা মোহনবাগান সমর্থক হওয়ায় বিস্ময়ের ঘোর কাটছে না উত্তরপাড়ার টোটোচালকের
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দিনকয়েক আগেও উত্তরপাড়ার ভদ্রকালীর বাসিন্দা অজয় পাশোয়ানের পরিচয় ছিল টোটোচালক। রাতারাতি সেই পরিচয় বদল হয়ে এখন হয়েছে মোহনবাগানের বর্ষসেরা সমর্থক। খোদ মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ এই শিরোপা তাঁর মাথায় তুলে দেবে। এতেই বদলে গিয়েছে অজয়বাবুর ছাপোষা জীবন। ইতিমধ্যেই একাধিক ক্লাব ও স্থানীয় প্রতিষ্ঠান থেকে জুটেছে সংবর্ধনা। পাল তোলা নৌকা মাথায় নিয়ে রোদ, জল পেরিয়ে মাঠে যাওয়া অজয়বাবুর মাথা এখন আক্ষরিক অর্থেই ‘উচ্চশির’। তিনি এখন কার্যত ঘোরের মধ্যে রয়েছেন। তাই ক্লাব নিয়ে তাঁর ‘পাগলামি’ আরও উচ্চগ্রামে উঠেছে। এমনটাই দাবি তাঁর পরিচিত মহলের।

    ঘোর শ্যামবর্ণ, একহারা চেহারার চল্লিশ পেরনো অজয় পাশোয়ান ভদ্রকালী শিবতলার বাসিন্দা। বাড়িতে মেয়ে, বউ নিয়ে আটপৌঢ়ে সংসার। সাদামাটা টোটোচালকের জীবনযাপন করা অজয়ের একটাই নেশা। তা হল ফুটবল। আর ক্লাব মানেই মোহনবাগান। সেই যে কালে কেউ তাঁকে খেলতে নিত না, সেই সময় থেকেই মাঠের বাইরে ছুটে ছুটে গিয়ে বল কুড়িয়ে আনতেন তিনি। উত্তরপাড়ার মাঠে বড় কোনও ক্লাবের খেলা বা মোহনবাগানের কোনও বড় খেলোয়াড় এলাকায় আসার খবর পেলে তাঁকে বাড়িতে ধরে রাখা কঠিন হতো। এক সময় ভেবেছিলেন ফুটবল খেলবেন। জীবনের বঙ্কিম গতি তাঁকে সে পথে যেতে দেয়নি। কিন্তু ফুটবল ও মোহনবাগানকে ভালোবাসার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতাকেই পরোয়া করেননি দরিদ্র অজয়।

    ২০০৬ সাল থেকে লাগাতার কলকাতার ময়দানে সবুজ-মেরুন জার্সি বা পতাকা নিয়ে ছুটেছেন। মাথায় থাকত কাঠের তৈরি পালতোলা নৌকা। অজয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই পালতোলা নৌকাই ছিল তাঁর কাছে ঈশ্বরের প্রতিবিম্ব। তাতে সামান্য ধুলো পড়তে দেন না অজয়। সময়ের তালে সংসার বেড়েছে, এসেছে টাকাপয়সার টানাটানি। তাই এখন আর সব দিন খেলার মাঠে যেতে পারেন না। কিন্তু বড় ম্যাচের দিন সংসার খরচের টাকা বাঁচিয়ে দেন ছুট। মাঠে ঢুকে মাতিয়ে রাখার চেষ্টা করেন গ্যালারি। অজয় বলেন, সব ম্যাচ তো জেতা যায় না। কিন্তু শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত খেলোয়াড়দের উৎসাহ দিতে ছাড়িনি কখনও। তবে আমার মতো পাগল সমর্থক মোহনবাগানের অনেক আছে। সেখান থেকে আমাকে ‘বর্ষসেরা সমর্থক’ বাছাই করায় আমি গর্বিত। মাঝেমাঝে এটা বিশ্বাসই হচ্ছে না, সেটাই যা সমস্যা।

    উত্তরপাড়ার সঙ্গে মোহনবাগানের যোগও পুরনো। সেই স্মৃতিকে এবার সম্মানিত করছে মোহনবাগান। তাই লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে উত্তরপাড়ার ভূমিপুত্র প্রাক্তন ফুটবলার বিমল মুখোপাধ্যায়কে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে সমস্ত পুরস্কার প্রাপকদের সম্মানিত করা হবে। সেই দিনের দিকে তাকিয়ে এখন উত্তেজনায় ফুটছেন সেরা সমর্থক অজয় পাশোয়ান। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)