রেশন দোকান থেকে বিনামূল্যের চাল চুরি করে বিক্রি, গ্রেপ্তার ১
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ভূতপূর্ব খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত এখনও চলছে। তার মধ্যেই এবার খাস কলকাতায় উঠল রেশনের চাল চুরি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনামূল্যের চাল রেশন দোকান থেকে চুরি করে তা খোলা বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। অভিযুক্ত রেশন ডিলারদেরই একাংশ। মঙ্গলবার রাতে ভ্যানে করে চোরাই চাল নিয়ে যাওয়ার সময় জোড়াবাগান এলাকা থেকে কলকাতা পুলিসের ইবি উদ্ধার করে ৪০০ কেজি চাল। গ্রেপ্তার করা হয় লক্ষ্মণ সাউ নামে অভিযুক্ত ওই ভ্যানচালককে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ইবির কাছে এ বিষয়ে আগে থেকেই খবর ছিল। তারা জানতে পেরেছিল, রেশন গ্রাহকদের প্রাপ্য বিনামূল্যের চাল খোলা বাজারে বিক্রির পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে। এর সঙ্গে জড়িত রয়েছেন রেশন ডিলারদের একাংশ। চোরাই চাল বিক্রি হচ্ছে পোস্তা বাজারে। সেই মতো জোড়াবাগান এলাকায় হানা দেয় ইবি’র টিম। রাতে এক ব্যক্তিকে ভ্যানে করে চাল নিয়ে যেতে দেখে সন্দেহ হয় অফিসারদের। তাঁকে আটক করে চালের বস্তাগুলি ভালোভাবে নজর করতেই দেখা যায়, প্রতিটি বস্তায় ভারত সরকার ও রাজ্য সরকারের ছাপ রয়েছে। তদন্তকারীরা বুঝতে পারেন, রেশনের বিনামূল্যের চাল সরকারি দোকান থেকে বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানে থাকা ব্যক্তিকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, জোড়াবাগান এলাকার এক রেশন ডিলারের কাছ থেকে ওই চাল পোস্তা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরই গ্রেপ্তার করা হয় ওই ভ্যানচালককে।
তাঁকে জেরা করে তদন্তকারীরা আরও জানতে পারেন, জোড়াবাগান, নিমতলা, পোস্তা সহ উত্তর কলকাতার একাধিক জায়গার রেশন ডিলারদের একাংশ এই অসাধু কারবারে জড়িত। তাঁদের সঙ্গে কালোবাজারিদের যোগাযোগ রয়েছে। অবৈধ কারবারে বিপুল টাকাও রোজগার করছেন ওই ডিলাররা। ভালো চাল সরিয়ে কাঁকর মেশানো চাল গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই কাঁকর মেশানো চালও রাতেই ঢুকে যাচ্ছে রেশন দোকানে। বেলগাছিয়া সহ কলকাতার আরও কিছু এলাকার রেশন ডিলার এর সঙ্গে যুক্ত বলে জেনেছে ইবি। এমনকী, নৈহাটি সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন রেশন দোকান থেকে বিনামূল্যের চাল এভাবে পোস্তায় খোলা বাজারে আসছে। লরি করে সেই চাল জোড়াবাগান এলাকায় এনে ভ্যানে চাপিয়ে তা পাঠানো হচ্ছে পোস্তায়। অসাধু কয়েকজন রেশন ডিলারের নামও হাতে এসেছে তদন্তকারীদের। উঠে আসছে কিছু রাজনৈতিক নেতা ও প্রভাবশালীর যোগও।