নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অ্যাপ ক্যাবে টাকার ব্যাগ ফেলে নেমে পড়েছিলেন ত্রিপুরার এক মহিলা। যদিও ঘটনার একটু পরেই তিনি লেকটাউন থানার দ্বারস্থ হয়েছিলেন। শেষে ক্যাবে ফেলে আসা সেই টাকার ব্যাগ উদ্ধার করল পুলিস। মহিলার কাছ থেকে অভিযোগ শুনেই লেকটাউন থানার পুলিস বাইক করে বেরিয়ে পড়ে ক্যাবের সন্ধানে। কারণ, চালককে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কিছুটা দূরে গিয়ে ক্যাবটি আটকায় পুলিস। পিছনের সিটেই ব্যাগটি রাখা ছিল। চালক দেখেননি। পুলিস উদ্ধার করে ওই মহিলার হাতে ফিরিয়ে দেয়।