আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল চত্বর, বহু মানুষের উপস্থিতি, তার মাঝেই ভয়াবহ ঘটনা। ইমারজেন্সির সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের অংশ। ঘটনাস্থল হাওড়া জেলা হাসপাতাল।
অন্যদিকে এদিন খাস কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে। মহানায়ক উত্তম কুমারের স্মরণে এদিন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগেই ভেঙে পড়ে তোরণ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চলছে চিকিৎসা।