আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম নয়, এর আগেও বারবার মেট্রো স্টেশন, মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে শহরে। ফের একই ঘটনা। বুধবার রাতে কালীঘাট মেট্রো স্টেশনে আচমকা এক ব্যক্তি ঝাঁপ দেন বলে মেট্রো সূত্রের খবর।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র ঘটনা প্রসঙ্গে জানান, আত্মহত্যার চেষ্টার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছন তিনি। মেট্রোর তরফ থেকে খবর দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। দেহ উদ্ধারের পর, দুই লাইনেই মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।