সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে চলন্ত বাসে আগুন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। দমকল ও পুলিশের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসে যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা।
বিরাটি থেকে বিবাদি বাগ আসছিল বাসটি। সেন্ট্রাল অ্যাভিনিউতে ওঠার পর থেকে বাসে খুব বেশি যাত্রী ছিল না। মহাজাতি সদনের কাছে বাসটি আসতেই আচমকা আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে যান। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশ বাসের চালককে থানায় নিয়ে যায়। কীভাবে আগুন লাগল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
চালক জানিয়েছেন, “বাসের স্টার্ট বন্ধ হচ্ছিল না। তাই বাসটিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে স্টার্ট বন্ধ করার চেষ্টা করছিলাম। তখনই আগুন ধরে যায়। মনে হয়, তারে লুজ কানেকশন হচ্ছিল।” তিনি আরও জানিয়েছেন, বাসটি বেশি পুরনো নয়। রক্ষণাবেক্ষণও করা হয়। তার পরেও কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।