খাটের নীচে সুড়ঙ্গের পর এবার কুলতলির সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র
এই সময় | ২৫ জুলাই ২০২৪
কুলতলির সাদ্দাম সর্দারের বাড়ি থেকে এবার অস্ত্র উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে তার পয়তারহাটের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়। পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের খোঁজও মিলেছে বলে জানা গিয়েছে।দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নকল সোনার কারবার চলছিল বলে খবর আসে পুলিশের কাছে। এই ঘটনার তদন্তে নেমেই সামনে আসে সাদ্দামের নাম। তাকে গ্রেপ্তার করতে গেলে সেই সময় সাদ্দামের ভাই গুলি চালায় বলে অভিযোগ। সেই সুযোগে পালিয়ে গিয়েছিল সাদ্দাম। এরপর বিরাট পুলিশ বাহিনী কুলতলিতে গিয়ে তল্লাশি চালায় সাদ্দামের বাড়িতে। তার খাটের নীচে একটি সুড়ঙ্গের হদিশ মিলেছিল। সেই সুড়ঙ্গটি বাড়ির সামনে খালের সঙ্গে যুক্ত ছিল।
ওই সুড়ঙ্গ দিয়েই সাদ্দাম পালিয়েছিল বলে অনুমান করছিল পুলিশ। পরে কুলতলির ঝুপড়িঝাড়ার বানিরধল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
সাদ্দাম জেরায় জানিয়েছিলেন, মাগুর মাছ চাষের জন্যই ওই কংক্রিটের পথ তৈরি করা হয়েছিল। গ্রামবাসীদের মধ্যে এই টানেলের বিষয়টি চাউর হতেই তারা তা বন্ধ করে দেয়। এরপর সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রগুলির বিষয়ে জানতে পেরেছে পুলিশ। সাদ্দামের সঙ্গে আর কারা কারা নকল মূর্তি বিক্রির সঙ্গে যুক্ত ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে নকল মূর্তি বিক্রির অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। বিগত বেশ কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নকল সোনার মূর্তি বিক্রির ব্যবসা চালাচ্ছিল সে, সন্দেহ পুলিশের। ব্যবসায়ীদের উপরেই ছিল তাদের নজর। সাদ্দাম অতীতেও গ্রেপ্তার হয়েছিল। কিন্তু, জামিনে ছাড়া পায় সে। এরপরেই নতুন করে প্রতারণার ঘটনায় গ্রেফতার হয় সাদ্দাম। তার বাড়িকে খাটের নীচে পাওয়া টানেলটি নিয়ে চর্চা চলছিলই। এবার নতুন করে তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।