আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সবুজের ঝড়। ভুল ভাববেন না, এটা কোনও রাজনৈতিক সবুজ রং নয়। মহাদেবকে তুষ্ট করার জন্য বিভিন্ন সমাজ মাধ্যমে সবুজের ঝড় তুলেছেন বিবাহিত থেকে শুরু করে অবিবাহিত মহিলারা। সমাজ মাধ্যমের পাতা খুললেই এখন চোখে পড়ছে মহিলাদের হাতের নজর কাড়া সবুজ চুড়ি। কোনও কোনও 'নেটিজেন'রা আবার মজা করে লিখছেন, ফেসবুক না থাকলে জানতেই পারতাম না শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়।
শিব-পার্বতীর পৌরাণিক কাহিনীটি প্রেম, ভক্তি ও স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্যকেই তুলে ধরে। তবে বঙ্গ সংস্কৃতিতে এই পরম্পরা কবে থেকে চলে আসছে তা কিন্তু বলতে পারছেন না অনেকেই। অনেকে আবার বলছেন, মা ঠাকুমাদের কখনই এই রীতিনীতি পালন করতে তাঁরা দেখেননি। তাহলে কি শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় বঙ্গ তনয়াদের হাত রাঙিয়ে উঠেছে সবুজ চুড়িতে? প্রশ্নটা থেকেই গেল।