এদিন বাসচালক শেখ শাহাবুদ্দিন জানিয়েছেন, আরামবাগ থেকে বাস ছাড়ার পর সোদপুরের কাছে চাকা থেকে আওয়াজ হচ্ছিল। শিয়াখালা এসে সেই আওয়াজ বেড়ে যায়। বাস থামিয়ে একবার দেখা হয়। কিছু খুঁজে পাওয়া যায়নি। তারপর আবারও বাস চলতে থাকে। বাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। হঠাৎ করেই সামনের চাকা খুলে বেরিয়ে যায়। বাস ডান দিকে হেলে পড়ে। সেই অবস্থায় ব্রেক কষলে বাস উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। যাত্রীদের কথা ভেবে একটা চাকা ছাড়া ওই অবস্থাতেই বাস কিছুদূর নিয়ে যাওয়া হয়। তারপর গতি কমিয়ে বাস দাঁড় করিয়ে দেন তিনি। তিনি মনে করেন, রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা ঘটেছে। বাসযাত্রী উৎপল দত্ত, কৃষ্ণেন্দু চক্রবর্তীরা বলেন, কপাল জোরে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন যাত্রীরা। ছবি: পার্থ রাহা