• ‌দিঘা থেকে ফেরার পথে পর্যটকদের সঙ্গে যা হল!‌ জানুন হাড়হিম করা ঘটনা ...
    আজকাল | ২৫ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত চার। বৃহস্পতিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দিঘা–নন্দকুমার জাতীয় সড়কের খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে। বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ চার জন মারা যান। জখম এক জন। 

    দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যায় মারিশদা থানার পুলিশ। উদ্ধারকাজের পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত তিন বাইক আরোহীর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল। বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে। মহিলা পর্যটকের নাম কোয়েল সিং। হাত ভেঙেছে গাড়ি চালকের। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি আটক করেছে পুলিশ। 



  • Link to this news (আজকাল)