• ডেঙ্গির উপসর্গে বদল, নির্দেশিকা প্রকাশ স্বাস্থ্য দফতরের
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালের সাথে রাজ্যে ডেঙ্গির মরশুমও চলে এসেছে৷ পরিস্থিতি আগের বছরের মতো মারাত্মক না হলেও বেশ কিছু শহরাঞ্চল এমনকি জেলাতেও এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে৷ চলতি বছরে ডেঙ্গির উপসর্গে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছেন চিকিৎসকরা৷ রাজ্য স্বাস্থ্য দফতর এই মর্মে প্রতিটি সরকারি হাসপাতালকে সচেতন করতে উদ্যোগী হয়েছে৷ চিকিৎসকদের নতুন উপসর্গ সম্বন্ধে ওয়াকিবহাল করাতে সোমবার অনলাইন কর্মশালার আয়োজন করে রাজ্য স্বাস্থ্য দফতর৷

    ডেঙ্গির মূল উপসর্গ বলতে আমরা সাধারণত বুঝি, ধুম জ্বর এবং মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা৷ শরীরে জলের পরিমাণ কমে যেতেও দেখা যায় অনেক সময়৷ কিন্ত্ত এবার অনেক ডেঙ্গি আক্রান্তের মধ্যে পেটে ব্যথা ও ডায়েরিয়ার মতো উপসর্গও দেখা যাচ্ছে৷ হাল্কা জ্বর ছাড়া  তেমন কোনও উপসর্গ নেই৷ অথচ পরে টেস্ট করলে দেখা যাচ্ছে রোগী ডেঙ্গিতে আক্রান্ত৷ উপসর্গের চেনা ছক ভেঙে এভাবেই প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা৷ যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের৷ স্বাস্থ্য দফতরের তরফে এদিন একটি নির্দেশিকা প্রকাশ করা হয়৷ প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়, পেট খারাপ ও মৃদু জ্বরের উপসর্গ দেখলে ডেঙ্গির এনএস-১ কিংবা আইজিএম এলাইজা টেস্ট লিখতে হবে প্রেসক্রিপশনে৷ কোনও রোগী যদি পেট ব্যথা কিংবা ডায়েরিয়ার উপসর্গ নিয়ে আসেন, তা হলে তাঁর জ্বর হয়েছিল কিনা, তা খোঁজ নিতে হবে৷

    চিকিৎসকদের মতে, ডেঙ্গির উপসর্গের মধ্যে পেট খারাপ ও মৃদু রক্তক্ষরণ বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে৷ যদিও সেই সমস্ত উপসর্গের রোগীরা অতীতে সংখ্যায় খুব বেশি যে মিলত, তেমনটা নয়৷ কিন্ত্ত চলতি বছরে ওই দু’টি তো বটেই, অন্যান্য আরও নতুন বেশ কিছু উপসর্গেও আক্রান্তদেরও ডেঙ্গি পজিটিভ আসছে৷ ডেঙ্গি ভাইরাসের মিউটেশন হচ্ছে৷ তা ছাড়াও ডেঙ্গির চারটি প্রজাতি রয়েছে৷ তার একটিতে একবার আক্রান্ত হওয়ার পরে, আবার অন্য কোনও প্রজাতিতে সংক্রমিত হলে সে ক্ষেত্রে ঝুঁকিও অনেকটাই বেশি থাকে৷

    তাই স্বাভাবিকভাবেই, ডেঙ্গি মোকাবিলায় সরকারের সাথে জনগণকেও যথেষ্ট সচেতন হতে হবে৷ নিজের বাড়ি এবং আশেপাশের অঞ্চল পরিস্কার রাখলে তবেই ডেঙ্গুকে প্রতিহত করা সম্ভব হবে৷

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)