• টেকনোর শিলিগুড়ি ক্যাম্পাসে জাতীয় মহাকাশ দিবস
    আজকাল | ২৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : শিলিগুড়ি ইন্সটিটিউট অফ টেকনোলজি (এসআইটি) ক্যাম্পাসে শুক্রবার পালিত হবে ‘জাতীয় মহাকাশ দিবস ২০২৪’। নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র সহায়তায় এই কর্মসূচির আয়োজক টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ি ও এসআইটি। ‘চন্দ্রায়ণ-৩ বিক্রম ল্যান্ডার’ সফল অবতরণকে মাথায় রেখেই এই জাতীয় মহাকাশ দিবস।

    মহাকাশ দিবসের ভাবনা, ‘চাঁদের পরশে জীবনের পরশ : ভারতের মহাকাশ কাহিনী’। মহাকাশ দিবস পালন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে থাকছে ইসরোর বিজ্ঞানীদের ভাষণ, ভিডিও প্রদর্শনী, কুইজ প্রভৃতি। 'স্পেস অন হুইল' বাসের ভিতর থাকছে মহাকাশ অভিযান সংক্রান্ত নানা মডেলের প্রদর্শনী।শিলিগুড়ি ও তার আশেপাশের ২২টি স্কুলের নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের এসআইটি ক্যাম্পাসে এই অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)