• বনমহোৎসব ঘিরে বিতর্ক মুর্শিদাবাদ জেলা পরিষদে, কেন ?
    আজকাল | ২৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বনমহোৎসব ২০২৪ উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পরিষদের সমস্ত সদস্যকে ১০০ টি করে চারা গাছ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে সভাধিপতি রুবিয়া সুলতানা জেলা পরিষদের বেশিরভাগ সদস্য/সদস্যা এবং ভগবানগোলার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ রেয়াত হোসেন সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জেলা পরিষদ ভবন থেকে সদস্যদের মধ্যে গাছ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। 

    গোটা বিষয়টি নিয়ে সভাধিপতির প্রতিক্রিয়া জানতে তাঁর সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াটসঅ্যাপ মেসেজের তিনি জবাব দেননি।
  • Link to this news (আজকাল)