• স্ত্রীকে কটুক্তি, প্রতিবাদ করলে স্বামীকে গাছে বেঁধে পিটিয়ে খুন, প্রাণ বাঁচাতে দৌড়ে থানায় গেলেন স্ত্রী...
    আজকাল | ২৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ‌। গাছে বেঁধে স্বামীকে পিটিয়ে খুন। ঘটনাস্থল জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনী এলাকা। মৃত মানিক রায় (৪৫) এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত। পুরনো বিবাদের জেরেই ঘটনার সূত্রপাত। মৃতের স্ত্রী স্বপ্না রায় পুলিশের কাছে অভিযোগ করেন, বুধবার রাতে তিনি ও তাঁর স্বামী যখন বাড়িতে ছিলেন তখন পুরনো একটি বিবাদের ঘটনার স্থানীয় নারায়ণ রায় ও আরও বেশ কয়েকজন তাঁদের বাড়িতে এসে তাঁর উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।

    বৃহস্পতিবার দুপুরে মানিকের মৃত্যু ঘটে। অভিযোগ অনুযায়ী এখনও পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলে স্থানীয় কংগ্রেস নেতা অম্লান মুন্সী বলেন, মৃত তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। পাল্টা জবাবে ময়নাগুড়ির তৃণমূল নেতা মনোজ রায়ের দাবি, ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়।
  • Link to this news (আজকাল)