• আজ দিল্লি যাচ্ছেন না মমতা, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াও অনিশ্চিত ...
    আজকাল | ২৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ তাঁর দিল্লি সফরের কথা ছিল। শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে মমতা উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছিলেন। আজ বিকেলে দিল্লিতে যাওয়ার কথা ছিল। আচমকা তিনি সিদ্ধান্ত বদল করলেন।

    প্রসঙ্গত, নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা। বাজেট বঞ্চনার অভিযোগে এই বৈঠকে যোগ দেবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। জোটের কারণে মমতা সিদ্ধান্ত বদল করতে পারেন বলেও জোর জল্পনা রাজনৈতিক মহলে।
  • Link to this news (আজকাল)