• সরকারি জমির দখল আটকাতে বড় পদক্ষেপ নবান্নের
    দৈনিক স্টেটসম্যান | ২৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরে সরকারি জমি দখল এড়াতে তৎপর নবান্ন। সরকারি জমির দখল আটকাতে জমির তথ্য ডিজিটালাইজেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর। জেলায় জেলায় সরকারি জমি সংক্রান্ত সব তথ্য দ্রুত ডিজিটালাইজেশন করতে হবে বলে জানানো হয়েছে প্রশাসনিক প্রধানদের। এবার শুরু হতে চলেছে জমির তথ্যাদি ডিজিটালাইজেশনের কাজ। এর জন্য রাজ্যের তরফে একটি এজেন্সিও ঠিক করে দেওয়া হয়েছে। তারাই জেলায় জেলায় গিয়ে ডিজিটাইজেশনের কাজ করবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন। ডিজিটাইজেশনের পর জমির মিউটেশনও তাড়াতাড়ি করে নিতে হবে। নবান্ন সূত্রে এমনটাই খবর।

    উল্লেখ্য, বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে রাজ্য সরকার ব্লক স্তরে পর্যালোচনা শুরু করছে। জেলা ও ব্লক স্তরে বৈঠক করে খাস জমি পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হবে শীঘ্রই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশাসনিক বৈঠকে খাস জমির পুনরুদ্ধারে কঠোর নির্দেশ দেওয়ার পরে প্রশাসনিক স্তরে এই নিয়ে তৎপরতা তুঙ্গে। ভূমি দফতরের সচিব বিবেক কুমার কাজে গতি আনতে বিএলআরও-সহ দফতরের প্রায় ৫০০ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)