সংবাদদাতা, কালিয়াচক: ট্রাকের ধাক্কায় মৃত্যু এক মহিলার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গী মোড়ে। মৃত্যুর নাম তাহারা বিবি (৪৫)।বাড়ি মুর্শিদাবাদ জেলার মদনপুরে।
পুলিস সূত্রে খবর, ওই মহিলা কালিয়াচকের বোনের বাড়ি এসেছিলেন। চৌরঙ্গীতে রাস্তা পার হতে গিয়েই এই বিপত্তি। ফরাক্কাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মহিলাকে। দ্রুত জখম মহিলাকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই পালিয়ে যায় ট্রাকচালক। কালিয়াচক থানার পুলিস ট্রাকটিকে আটক করেছে।