• অজয়নগর থেকে বাঘাযতীন ফ্লাইওভার পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ পুরসভার
    বর্তমান | ২৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অজয়নগর থেকে বাঘাযতীন ফ্লাইওভার পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে হাত লাগাতে চলেছে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

    কেএমডিএর হাত থেকে ইএম বাইপাস পুরসভার আওতাভুক্ত হওয়ার পর থেকেই ধাপে ধাপে বাইপাস সংস্কারের কাজ হয়েছে। গত বছর শহরে জি ২০ বৈঠকের একাধিক অনুষ্ঠান হয়। তার আগে বাইপাসের একাধিক উঁচু-নিচু অংশে পিচ কেটে নতুন করে সমান করা হয়। সল্টলেক স্টেডিয়াম, কাদাপাড়া, সায়েন্স সিটি সহ একাধিক জায়গায় বাইপাসে কাজ হয়েছিল। সম্প্রতি মাঠপুকুর মোড়েও বাইপাস চওড়া করা হয়েছে। এবার অজয়নগর থেকে বাঘাযতীন ফ্লাইওভার পর্যন্ত রাস্তা মেরামতের কাজে হাত লাগানো হবে। ওই অংশে রাস্তা অনেক জায়াগাতেই অমসৃণ রয়েছে দীর্ঘদিন ধরে। কিছু কিছু জায়গায় গর্তও আছে। পুরসভার সড়ক বিভাগের এক কর্তা বলেন, এতদিন ওই জায়গায় মেট্রোর কাজ হওয়ার কারণে রাস্তা সার্বিকভাবে মেরামত করা যায়নি। আমরা কিছু কিছু সময় প্যাচওয়ার্ক করেছিলাম। ইতিমধ্যেই গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। এবার নীচের রাস্তার মেরামতির কাজে হাত লাগানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)