• উত্তরপাড়ায় পুরনো বাড়ির প্রাচীর ভেঙে পড়ায় আতঙ্ক
    বর্তমান | ২৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বৃহস্পতিবার দুপুরে উত্তরপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি পুরনো বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি ভদ্রকালীর হরনাথপুর রোডে অবস্থিত। এদিন সকাল থেকেই হুগলিতে বৃষ্টি পড়ছিল। তারই মধ্যে দুপুরে ওই বাড়িটির সীমনাপ্রাচীর পাশের রাস্তার উপরে ভেঙে পড়ে। সেই সময় পথচারীদের যাতায়াতা না থাকার কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু বাড়িটি পুরনো হওয়ায় পার্শ্ববর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পরপরই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন দাস। তিনি বলেন, বাড়িটি বিপজ্জনক অবস্থায় আছে। এনিয়ে মালিকপক্ষকে আমরা নোটিস করব।

    প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটিতে আগে একাধিক অফিস চলত। কিন্তু ভগ্নদশার কারণে সেসব উঠে গিয়েছে। মালিকপক্ষও বাড়িটিতে বাস করে না। ফলে, তা সংস্কার করাতেও তাঁদের কোনও আগ্রহ নেই। সীমানা প্রাচীর ছাড়া বাড়িটির অংশবিশেষ ভেঙে পড়লেও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। প্রসঙ্গত, সম্প্রতি কোন্নগরে এভাবেই পুরনো বাড়ির প্রাচীর ভেঙে গিয়ে এক ঠিকাদারের আত্মীয়ের মৃত্যু হয়েছিল ও এক শ্রমিক জখম হয়েছিলেন।
  • Link to this news (বর্তমান)