• ‘জন্মদিনে অনেক আশীর্বাদ’, বাংলাদেশে থাকা বোনকে চিঠি লিখলেন দমদম জেলে বন্দি দিদি
    বর্তমান | ২৬ জুলাই ২০২৪
  • সুকান্ত বসু, কলকাতা : অনুপ্রবেশের মামলায় দমদম সংশোধনাগারে দিদি বন্দি। সেখানে বসে চিঠি লিখলেন বাংলাদেশের রংপুরে থাকা বোনকে। ১৬ আগস্ট বোনের ১৪ বছরের জন্মদিন। শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠিটি যাতে তার আগে বাড়িতে পৌঁছয় তার জন্য অনুরোধ জানিয়েছেন জেল কর্তৃপক্ষের কাছে। সংশোধনাগার কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। দিদি জানে বোন চিঠি হাতে পাওয়ার পর উত্তর দেবে। সেই উত্তরের আশাতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিরা বিভিন্ন সময় প্রিয় মানুষদের চিঠি লিখে থাকেন। সে চিঠি বৈচিত্রপূর্ণ। কোনও লেখায় আনন্দের সংবাদ থাকে। কখনও দুঃখ‑বেদনার খবর থাকে। দমদমে বন্দি দিদি রংপুরের বাসিন্দা বোনকে লিখেছেন, ‘বাবা‑মা কেমন আছে? তাঁদের শরীর কেমন? ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছে তো? বাড়িতে থাকা পাখিগুলি কেমন আছে?’ সব শেষে বোনকে ভালো থাকার বার্তা দিয়ে তার জন্মদিন যাতে ভালোভাবে কাটে, সেই আশীর্বাদও জানিয়েছেন। চিঠিটির বয়ান মর্মস্পর্শী। একটি খোলা খামে চিঠি ভরে অপটু হাতে লতাপাতা এঁকে আর বাড়ির ঠিকানা লিখে জেল অফিসে জমা দিয়েছিলেন দিদি। এবার বোনের উত্তরের প্রতীক্ষায়।      

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের আগস্ট মাসে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে ধরা পড়েছিলেন ওই তরুণী। বৈধ নথিপত্র না থাকায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের হয়। জেরায় তিনি জানিয়েছিলেন, বাড়িতে অভাব। তাই কাজের সন্ধানে কোনও কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন। আর প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যান। সেই মামলার শুনানি চলছে। অন্যদিকে এ জেল সে জেল ঘুরে বর্তমানে তিনি রয়েছেন দমদম জেলে। সেখান থেকেই বোনকে লিখেছেন চিঠি।   
  • Link to this news (বর্তমান)