মিল্টন সেন, হুগলি: ঘড়ির কাঁটায় তখন রাত ১১ টার কিছু বেশি হবে। হঠাৎ চালক ছাড়াই গাড়ি এগোতে শুরু করে গঙ্গার দিকে। ধীরে ধীরে এগিয়ে সোজা গিয়ে ডুব দেয় গঙ্গায়। অনেক চেষ্টার পর ত্রিবেনী ঘাট থেকে সেই গাড়ি তোলা হল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ত্রিবেনীর সপ্তর্ষি ঘাটে।