ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে প্রেমিকার সঙ্গে বিবাদ, তারপর ......
আজকাল | ২৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা শেখ সাহাবুল হোসেন (২২) নামে এক যুবকের সঙ্গে হুগলির মাধবপুর এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা জানায় ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল।
শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।