• রাজভবনে আটকে থাকা বিল নিয়ে কী পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট ?...
    আজকাল | ২৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : রাজ্যের বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রয়েছে রাজভবনে। এই বিলগুলিতে রাজ্যপাল সই করছেন না। এই অভিযোগে মামলা হয় সুপ্রিম কোর্টে। এবার সেই মামলায় রাজভবনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নোটিস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও।

    কেন রাজ্যের বিল আটকে রাখা হয়েছে তা নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছে শীর্য আদালত। বিধানসভায় যে বিলগুলি আটকে রয়েছে তার মধ্যে রয়েছে গণপিটুনি সংক্রান্ত বিল, হাওড়া ও হুগলি পুরসভাকে একত্রিত করা বিল, মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা সংক্রান্ত আটটি বিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার রাজভবন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই সকলের নজর থাকবে। 
  • Link to this news (আজকাল)