রবীন্দ্র সরোবরে থমকে গেল মেট্রো, এমন কী ঘটল যে বিপুল সমস্যায় পড়লেন যাত্রীরা ...
আজকাল | ২৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোয় ফের যান্ত্রিক ত্রুটি। জানা গেছে শুক্রবার দুপুরে রবীন্দ্র সরোবর স্টেশনে যান্ত্রিক ত্রুটির জেরে একটি মেট্রো দাঁড়িয়ে যায়। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চালানো হয়। বাকি স্টেশনে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে, অনেক যাত্রীর দাবি, ডাউন লাইনে সমস্যার জন্য আপ লাইনেও মেট্রো চলছিল অনেক ধীর গতিতে। মেট্রোর ইঞ্জিনিয়ারেরা রবীন্দ্র সরোবরে হাজির হন। কী ত্রুটি তা খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে থমকে যায় রেকটি। তড়িঘড়ি মেট্রোর তরফে রেকটিকে ফাঁকা করে দেওয়া হয়। বিকল্প পদ্ধতি ব্যবহার করে সেটিকে নিয়ে যাওয়া হয় উত্তম কুমার স্টেশনে। দুপুর দেড়টা নাগাদ স্বাভাবিক হয় পরিস্থিতি। ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটে ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।