• নিম্নচাপের রেশ কাটেনি, উত্তাল সমুদ্র, শুক্রবার কোথায় কোথায় হবে প্রবল বর্ষণ?‌ ...
    আজকাল | ২৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা। তবে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি। ‌তবে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরে বৃষ্টি চলতে পারে বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত। পাশাপাশি কোচবিহারে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 

    এদিকে, বঙ্গোপসাগরে এখনও নিম্নচাপের জেরে বইছে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের আরও ২৪ ঘণ্টার জন্য গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে উত্তর এবং পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে। সেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কখনও কখনও তা পৌঁছে যাচ্ছে ৬০ কিলোমিটারেও। আরও ৩৬ ঘণ্টা এই ধরনের আবহাওয়া থাকতে পারে সমুদ্রের উপরে। তাই শনিবার অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হল। 



  • Link to this news (আজকাল)