• ভরদুপুরে বিকট শব্দে বিস্ফোরণ, গঙ্গারামপুরে উড়ল ঘরের চাল
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৪
  • রাজা দাস, বালুরঘাট: বোমা বিস্ফোরণে উড়ল ঘরের চাল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ঘরটিতে কেউ বোমা মজুত করে রেখেছিল। সেই বোমাই বিস্ফোরণ হয়। হতাহতের কোনও খবর নেই। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য।

    যে ঘরটিতে বোমা বিস্ফোরণ হয়েছে, সেটি যথেষ্ট বিতর্কিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআইয়ের অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত। ওই ঘরটির চাল অ্যাসবেস্টাসের। তার চাল সম্পূর্ণ উড়ে যায়।

    মনে করা হচ্ছে, ওই ঘরটিতে বোমা মজুত করা ছিল। সম্ভবত প্রচণ্ড গরমে মজুত করা বোমা ফেটে গিয়েছে। বিস্ফোরণের প্রচন্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। গঙ্গারামপুর দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা বোমাগুলি রেখে গেল, তা এখনও জানা যায়নি। বোমাগুলি কেনই বা মজুত করা হয়েছে, সেটিও তদন্ত করে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।  
  • Link to this news (প্রতিদিন)