মিল্টন সেন: শ্রাবণী মেলা উপলক্ষে চলতি বছর প্রথম বৈদ্যবাটি গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হবে গঙ্গা আরতি। আর সেই আরতি সরাসরি দেখা যাবে তারকেশ্বর মন্দির পাড়া থেকে। শ্রাবণী মেলা নিয়ে হরিপালে আয়োজিত প্রশাসনিক বৈঠক শেষ করে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। ইতিমধ্যেই তারকেশ্বরে শ্রাবণী মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নজরে পড়েছে। উত্তরপ্রদেশের হাথরাসে অঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর পুলিশ প্রশাসন আর কোনও প্রকারের ঝুঁকি নিতে চাইছে না।