আজকাল ওয়েবডেস্ক : বন্ধ থাকা বাড়িতে বিস্ফোরণের জেরে লাগল আগুন। উড়ে গেল বাড়ির চাল, ফাটল ধরল দেওয়ালে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঠাঙাপাড়ায়। খবর পেয়ে সেখানে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনার জেরে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ঠাঙাপাড়ায় স্থানীয় ব্যবসায়ী সমিতির তালাবন্ধ ঘরে এই বিস্ফোরণ ঘটে। সাধারণ মানুষ ছুটে এসে দেখেন বাড়িতে আগুন লেগে গিয়েছে। বারুদের গন্ধে ভরে যায় গোটা এলাকা। স্থানীয়দের দাবি, বোমা বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে এই ঘরে কীভাবে বোমা রাখা হল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ।