আজকাল ওয়েবডেস্ক: সল্টলেক পয়েন্ট স্কুলে মহা ধুমধামের সঙ্গে পালিত হল বনমহোৎসব অনুষ্ঠান। এই উপলক্ষে স্কুল থেকে বেরিয়েছিল পদযাত্রা। ১০ কিলোমিটার এই পদযাত্রায় অংশ নেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক–শিক্ষিকারা। এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। বনমহোৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবেত সঙ্গীতে অংশ নেন স্কুলের শিক্ষক–শিক্ষিকা থেকে পড়ুয়ারা।