রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী সহ চার তৃণমূল নেতা, কী জানাল হাইকোর্ট? ...
আজকাল | ২৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল সর্ম্পকে মন্তব্য করাই যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে তা যেন কোনওভাবে অপমানজনক না হয়। আরও খেয়াল রাখতে হবে মন্তব্য থেকে যেন কোনওভাবে কুৎসা না রটে। সিভি আনন্দ বোসের করা মানহানির মামলায় এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সেই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অন্যদিকে, উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ ঘিরে টালবাহানা চলে বহু দিন। সেই সময়েও মন্তব্য করা হয় বোসের সর্ম্পকে। অবশেষে বিধানসভায় স্পিকার দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। একাধিক ঘটনায় রাজ্যপালের সর্ম্পকে যে মন্তব্য করা হয় তা নিয়েই এদিন সিদ্ধান্ত জানাল হাইকোর্ট।