• ময়দানে জেলাশাসক, আলুর দাম কমল কেজিতে ৮ টাকা, পেঁয়াজের পাঁচ টাকা
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাতে বাজারে অভিযানে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন জেলাশাসক। সকালেই আসানসোলের বিভিন্ন বাজারে আলুর দাম নামল আট টাকা, পেঁয়াজ কমল পাঁচ টাকা। বৃহস্পতিবার রাতে বৃষ্টি পড়ছিল। সেই সময়েই আসানসোল বাজারের সামনে এসে থামে একের পর এক নীলবাতি গাড়ি। বৃষ্টি উপেক্ষা করেই অপ্রশস্ত বাজারে হাঁটতে শুরু করেন জেলাশাসক পোন্নামবলম এস, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, ডেপুটি পুলিস কমিশনার ধ্রুব দাস সহ পুলিস প্রশাসনের শীর্ষ কর্তারা। শহরের বহু দম্পতিই ডবল চাকুরিজীবী। সকালে সময় হয় না, তাই রা঩তেই ছাতা মাথায় নিয়ে বাজার করছিলেন। পুলিস প্রশাসনের কর্তাদের ‘রুটমার্চ’ দেখে অনেকেই অবাক। বিভিন্ন খুচরো বিক্রেতাদের কাছে গিয়ে জানতে চাওয়া হল আলু, পেঁয়াজ, সব্জির দাম। জেলাশাসকের স্পষ্ট নির্দেশ, আমাকে দেখে দাম কমিয়ে বলবেন না। যা দরে বিক্রি করছেন তাই বলুন। আমতা আমতা করে দাম বললেন বিক্রেতারা। পাশে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের কাছে তা যাচাই করে নেন প্রশাসনিক কর্তারা। এরপর কোন হোলসেলারের কাছ থেকে সামগ্রী কিনছেন, কী দাম নিচ্ছে তারও খোঁজ নিতে সেখানে হানা দেন জেলাশাসক, ডেপুটি পুলিস কমিশনাররা। সেখানে গিয়ে দাম দর নিয়ে ঘুরিয়ে নাক দেখানো শুরু করেন বহু ব্যবসায়ী। শান্ত স্বভাবের জেলাশাসক চোখ বড় করে আঙুল উঁচিয়ে বলেন, খুচরো ব্যবসায়ীদের কত টাকায় জিনিস দিচ্ছেন তা বলুন। জেলাশাসক যখন রুদ্রমূর্তিতে তখন পুলিস থেকে মহকুমা শাসকরাও স্বমহিমায় আসেন। কেউ চেক করলেন স্লিপ, কেউ যাচাই করলেন সেই হোলসেলার কোন কোল্ডস্টোর থেকে আলু আনছেন। নথি যাচা‌ই঩য়ের পর হোলসেল ব্যবসায়ীদের জেলাশাসক জানতে চান, শুক্রবার থেকে খুচরো ব্যবসায়ীরা কতটাকায় আলু পাবে? উত্তর আসে সাড়ে ২৭ টাকা। যাওয়ার আগে জেলার প্রধান প্রশাসনিক কর্তা বলে যান, কাল সকালেই আমি এসে খোঁজ নেব। জেলাশাসক আর সকালে না এলেও পুলিস ও প্রশাসনের টিম সক্রিয় ছিল। আর তাতেই আলুর দাম ৩৮ টাকা কিলো থেকে নেমে দাঁড়ায় ৩০ টাকা কিলো। পেঁয়াজ ৪০ টাকা কেজি থেকে নেমে গিয়েছে ৩৫ টাকা কেজিতে। এতে খুশি সাধারণ মানুষ।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)