• আসানসোলের বড়তোড়িয়ায় বিক্ষোভ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাস্তাঘাটের বেহাল দশা। পানীয় জল বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ তুলে আসানসোলের বড়তোড়িয়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখালেন। আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ এদিন এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, এলাকার রাস্তাঘাটের দীর্ঘদিন সংস্কার হয়নি। নিকাশি নালাগুলিও পরিষ্কার হচ্ছে না। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে একাধিকবার বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন বিক্ষোভ দেখানো হয়। পুলিস এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে। 

    স্থানীয় কাউন্সিলার সুমিত মাজি বলেন, বাড়িতে জলের সংযোগ নিতে হলে কর মেটাতে হবে। অনেকে তা না করেই ফ্রিতে সংযোগ নেওয়ার দাবি করছেন। আমাদের পক্ষে তা পূরণ করা সম্ভব নয়। আমি রাস্তা সংস্কারের জন্য প্রজেক্ট জমা করেছি। কিন্তু, টেন্ডারে কেউ আগ্রহ প্রকাশ করেনি।
  • Link to this news (বর্তমান)