• জলাশয় বুজিয়ে কারখানা নির্মাণ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জলাশয় বুজিয়ে কারখানা তৈরি করছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেইল। তাদের অধীনে থাকা বার্নপুরের ইস্কোর আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ চলছে। সেই কারখানার ভিতরেই একটি বিশাল জলাশয় রয়েছে। শীত পড়লেই বহু প্রজাতির পরিযায়ী পাখিরা সেখানে ভিড় জমায়। বিশাল স্টিল কারখানার মধ্যে প্রকৃতি ও শিল্পের এমন বিরল সহাবস্থান দেখে অনেকেই মুগ্ধ হতেন। এবার সেই ছবি ইতিহাস হতে চলেছে। কারখানা সম্প্রসারণের জন্য ধীরে ধীরে জলাশয় ছাই দিয়ে বুজিয়ে দিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ। কারখানার ভিতরে এই কাণ্ড স্বাভাবিকভাবেই এতদিন জনসমক্ষে আসেনি। কিন্তু কারখানারই কোনও প্রকৃতিপ্রেমী বিষয়টি প্রকাশ্যে আনার পর সমালোচনার ঝড় উঠেছে। বিকল্প জমির সন্ধান না করে কেন এত বড় জলাশায় ভরাট করার সিদ্ধান্ত নিল সেইল কর্তৃপক্ষ-সেই প্রশ্ন উঠছে।

    সমাজকর্মী সুমনকল্যাণ মৌলিক বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আশা করি, প্রশাসন এবিষয়ে পদক্ষেপ করবে।

    ইস্কোর মুখপাত্র ভাস্কর কুমার বলেন, আমাদের কাছে নতুন কারখানা গড়ার জন্য পর্যাপ্ত জমি নেই। তাই জলাশয় ভরাট করা হচ্ছে। সম্পূর্ণ জলাশয় ভরাট হচ্ছে না কিছু অংশ ভরাট হবে-সেটা খোঁজ নিতে হবে।
  • Link to this news (বর্তমান)