• বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাইস্কুলে বন্ধ মিড ডে মিল
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : প্রশাসনিক টানাপোড়েনের জেরে বন্ধ হয়ে গেল বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাইস্কুলের  প্রাইমারি সেকশনের মিড ডে মিল। শহরের ঐতিহ্যবাহী এই স্কুলে ৪০০ বেশি পড়ুয়া রয়েছে। তারা সমস্যায় পড়তে চলেছে।  স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ হোড় বলেন,  মিডডেমিলের সামগ্রী পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তা বন্ধ করতে হয়েছে। প্রশাসনিক কারণে জটিলতা তৈরি হয়েছে। শনিবার থেকে মিড ডে মিল রান্না হবে না। 

    বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলের অডিট রিপোর্ট জমা করেনি। সেই কারণেই আপাতত চাল দেওয়া বন্ধ করে করা হয়েছে। পুরসভা থেকেই ওই স্কুলে চাল দেওয়া হতো। কিন্তু কত কি খরচ হয়েছে তার হিসাব তারা দিতে পারেনি। স্কুল সূত্রে জানা গিয়েছে, মিডডেমিল নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়েক মাস আগে বদলি হয়েছেন। সেই সময় থেকেই  অডিট রিপোর্ট জমা করা হয়নিবলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)