• ইংরেজি ভাষাকে মজবুত করতে আজ ওয়েবিনার
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: ইংরেজি ভাষাকে মজবুত করতে আজ, শনিবার আয়োজন করা হয়েছে ওয়েবিনারের। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে চলছে ওয়েবিনার সিরিজ। যার এবারের মূল আলোচ্য বিষয় ‘এসো শুনি আর বলি ইংরেজিতে’। উজ্জীবন চর্চা নামে এই ওয়েবিনার সিরিজটি প্রতিবছরই আয়োজিত হয়। 

    আজ, শনিবার বেলা ১২টা থেকে শুরু হবে দশম ওয়েবিনার। ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ার ফর ইংলিশ প্রোগ্রামের সিনিয়র অ্যাকাডেমিক ম্যানেজার প্রিয়া আইয়ার, কলকাতার গার্ডেন হাইস্কুল এবং ফ্রিল্যান্স কনসালটেন্ট ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ার প্রিন্সিপাল রাজশ্রী বিশ্বাস উপস্থিত থাকবেন এই ওয়েবিনারে। সঞ্চালনা করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ও সফট স্কিল কনসালটেন্ট শিক্ষক এবং ব্রিটিশ কাউন্সিল কনসালটেন্ট নেটওয়ার্কের সদস্য সোনালি ভট্টাচার্য। রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও সবস্তরের ছাত্রছাত্রী ও অভিভাবকদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে কর্মসূচিতে। 
  • Link to this news (বর্তমান)