• ফের বক্সিরহাটে দু’টি কন্টেনার থেকে সেগুন কাঠ উদ্ধার
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, দেওয়ানহাট: ফের অসম-বাংলা সীমানা দিয়ে চোরাই সেগুন কাঠ পাচারের আগে ধরা পড়ল কোচবিহারের বক্সিরহাট সীমান্তে। শুক্রবার অসম সীমান্ত পেরিয়ে বাংলায় ঢোকার সময় অসম-বাংলা সীমানায় নাকা চেকিংয়ের সময় দু’টি কান্টেনারের ভিতরে গোপন চেম্বার থেকে কাঠগুলি উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিস। যদিও ওই দুই গাড়ির চালক পুলিস দেখেই পালিয়ে যায়। এনিয়ে গত এক সপ্তাহে তিন বার অসম - বাংলা সীমানায় নাকা চেকিংয়ে চোরাই সেগুন কাঠ উদ্ধার হল। তবে এদিন ঠিক কত পরিমাণ সেগুন কাড উদ্ধার হয়েছে সেবিষয়ে জানাতে পারেনি পুলিস। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গত এক সপ্তাহে তিন বার অসম-বাংলা সীমানায় নাকা চেকিংয়ের সময় চোরাই সেগুন কাঠ উদ্ধার হয়েছে। শুক্রবার পরপর দু’টি কন্টেনার আটক করতেই চালকরা পালিয়ে যায়। গোপনভাবে সেই কন্টেনারগুলিতে বক্স তৈরি করা হয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ঠিক কতটা পরিমাণে কাঠ সেখানে রয়েছে তা জানতে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)