• ছাগলের টোপে খাঁচাবন্দি চিতাবাঘ
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: শুক্রবার সকালে নাগরাকাটার বামনডাঙা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা।

    সন্ধ্যার পর থেকে গ্রামে ঢুকে ছাগল, হাঁস-মুরগি তুলে নিয়ে যেত চিতাবাঘটি। চা বাগানের শ্রমিকদেরও তাড়া করত। চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে জখম হওয়ার নজিরও রয়েছে। এই চা বাগানে গত চারমাসে চিতাবাঘের আক্রমণে ১০ জন চা শ্রমিক জখম হয়েছেন। এরপরই বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ছাগলের টোপ দিয়ে খাঁচা বসান বনকর্মীরা। সেই ছাগল খেতে এসে বনদপ্তরের খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। এই চা বাগানটি ডায়না এবং গোরুমারা জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে। চিতাবাঘ ছাড়াও এই চা বাগানে হাতির উপদ্রব রয়েছে। 

    খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, উদ্ধার হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক পুরুষ। চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে গোরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)