• দিনবাজারের ঘটনায় ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতর চেষ্টা
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: বুধবার রাতে দিনবাজারে এক ব্যবসায়ীর দোকানে তালা ভেঙে ঢোকার চেষ্টা এবং পুলিসকে লক্ষ্য করে গুলি চালানর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস। তবে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে নিয়েই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসেছিল। আচমকা পুলিস এসে পড়ায় তাদের প্ল্যান ভেস্তে যায়। পালানোর জন্যই তারা পুলিসকে লক্ষ্য করে গুলি চালায়। তবে দলটি বিহার থেকে এসেছিল কি না সেটা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিকে দুষ্কৃতীদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানর পাশাপাশি দিনবাজারেও নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, সমস্ত দিক খোলা রেখেই তদন্ত চালানো হচ্ছে। আশা করছি দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে। 
  • Link to this news (বর্তমান)