• জলপাইগুড়ির বাজারে অভিযান মহকুমা শাসকের
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: সব্জির দাম নিয়ন্ত্রণের জন্য অভিযান চলছেই। তবে তা ছিল সকালে। কিন্তু শুক্রবার হঠাৎ করেই বিকেলে একাধিক বাজারে অভিযান করলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। এদিন তিনি জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজার, দীঘল বাজারে ঢুকে সব্জি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সব্জির দাম নিয়ে খোঁজ নেন। মহকুমা শাসক বলেন, আলু থেকে শুরু করে অন্যান্য সব্জির দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্যই সকাল বিকেল নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গার খুচরো ব্যবসায়ীরা বেশি দাম নেওয়ার চেষ্টা করছেন। তবে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকী পাইকারি বাজারেও নজরদারি রাখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)