• বীরেন্দ্র কলেজে ১০ দফা দাবি
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে দশ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিল প্রতিবাদী মঞ্চ। কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ, ন্যাকের মূল্যায়ন, বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা, নিয়মিত ক্লাস সহ কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানায় মঞ্চটি। এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব রায়ের হাতে স্মারকলিপি দেওয়া হয়।

    মঞ্চের সভাপতি মানিকচন্দ্র দে বলেন, দশ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি। উনি আমাদের দাবি মেনে নিয়েছেন।  আশা করছি, দ্রুত দাবি পূরণ হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, সমস্ত দাবি ন্যায় সঙ্গত। স্থায়ী অধ্যক্ষ হিসেবে একজনকে নিয়োগপত্র দেওয়ার পরও তিনি আসেননি। সেটা কলেজ সার্ভিস কমিশনকে জানানো হয়েছে। বাকি দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। এদিন কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)