• ক্লাবের অভিযোগে স্থগিত ক্রীড়া সংস্থার এজিএম
    বর্তমান | ২৭ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: সভাপতিকে না জানিয়ে অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) ডাকা হয়েছে। কমিটি তৈরির জন্য নির্বাচনের বদলে ক্লাবগুলিতে গিয়ে নিজেদের প্যনেলে সই করিয়ে আনা হচ্ছে। এরকম একাধিক অনিয়মের  অভিযোগ হাতে পেয়ে জেলা ক্রীড়া সংস্থার এজিএম-এর উপর স্থগিতাদেশ জারি করলেন জেলাশাসক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদাধিকার বলে জেলাশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। অথচ, তাঁকে না জানিয়ে এজিএম-এর তারিখ ঘোষণা করা হয়েছে। 

    আরও নানা অভিযোগ পেয়ে  সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ দীর্ঘ কয়েক বছর থেকে  জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনের ক্ষেত্রে কোন নির্বাচন হয় না। এজিএম-এর আগে একটি প্যনেল তৈরি করে সদস্য ক্লাবগুলির সম্পাদক ও সভাপতির থেকে সই করিয়ে আনা হয়। তা নিয়ে জেলাশাসককে অভিযোগ জানায় রায়কত পাড়া ইয়ং অ্যাসোসিয়েশন, মিলন সংঘ ক্লাব।
  • Link to this news (বর্তমান)